জুবিনের চিতাভস্ম বিসর্জিত হোক কুশিয়ারা-বরাকে, মুখ্যমন্ত্রীকে আর্জি
বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর : জুবিন গর্গের শেষ যাত্রায় মিলিত হয়েছেন জাতি ধর্ম নির্বিশেষে লাখ লাখ মানুষ। এটাই প্রমাণ করে যে শিল্পী জনগণের হৃদয়ের কতটা জুড়ে ছিলেন। আজকের এই অভূতপূর্ব আবেগ বুঝিয়ে দিল যে প্রকৃত শিল্পী শুধু জীবদ্দশায় নয় তাঁর অন্তিম যাত্রায়ও মিলনের বাণী ছড়িয়ে দিতে সক্ষম। আজ শুধু ব্রহ্মপুত্র উপত্যকা নয় বরাকেও প্রয়াত শিল্পীর স্মৃতিতে শোকস্তব্ধ আপামর জনসাধারণ। কারণ জুবিন এমনই এক শিল্পী যিনি ভূগোল বা জাতির পরিচয়ে সীমাবদ্ধ ছিলেন না। যে কোন মানুষের জন্যই তার দ্বার সবসময় অবারিত থাকত। এবং সেজন্যই বরাক ব্রহ্মপুত্র নির্বিশেষে সর্বত্র আজ মানুষ শোকাহত।
বরাক উপত্যকার সঙ্গে শিল্পীর এক আত্মিক যোগাযোগ ছিল। কারণ তাঁর ছাত্রজীবনের একাংশ বরাকে কেটেছে। তিনি বাংলা এমনকি স্থানীয় ভাষায়ও সাবলীল ছিলেন।
অসমিয়ার পাশাপাশি তাঁর বাংলা গান বরাকে খুবই জনপ্রিয় ছিল। বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্টের পক্ষ থেকে প্রয়াত শিল্পীর উদ্দেশ্যে গভীর শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি মুখ্যমন্ত্রীর কাছে আর্জি প্রয়াত শিল্পীর চিতাভস্ম বরাক উপত্যকার কুশিয়ারা ও বরাক নদীতে বিসর্জনের ব্যবস্থা করা হোক। সংগঠন মনে করে প্রতীকী এই পদক্ষেপের মাধ্যমে উভয় উপত্যকার সাংস্কৃতিক সম্প্রীতি বর্ধিত হবে। বিভেদের পরিবর্তে মিলনের সুর রচিত হবে।