জুবিনের গান বাজানোর অনুরোধ করায় পিটিয়ে হত্যা যুবককে

বরাক তরঙ্গ, ৩ অক্টোবর : গুয়াহাটি মহানগরের বামুনিমৈদাম রেলওয়ে কলোনিতে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। জুবিন গর্গের গান বাজানোর অনুরোধ করেছিল এক যুবক। তাকে বিশজনের দল পিটিয়ে হত্যা করল। নৃশংস কাণ্ডটি ঘটে বামুনীমৈদামের রেলওয়ে কলোনির কালীবাড়ি জাগৃতি সংঘের দুর্গাপূজা মণ্ডপে।

জানা যায়, অবিনাশ রজক নামে এক যুবক জুবিন গর্গের গান বাজানোর অনুরোধ করে। আর এই কথাতেই রজককে মারধর করেছিল সুজিত সরকার-এর নেতৃত্বাধীন প্রায় ২০ জনের একটি দল। সঙ্কটজনক অবস্থায় যুবকটিকে নিয়ে যাওয়া হয় কেজিএমটি হাসপাতালে। সেখানে মৃত্যু হয় যুবকটির। সুজিত সরকারকে গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছে তার পরিবার।

Spread the News
error: Content is protected !!