শারদ উৎসব উদযাপন অনুষ্ঠানে জুবিন স্মরণ রাধামাধব কলেজে
বরাক তরঙ্গ, ২৬ সেপ্টেম্বর : রাধামাধব কলেজ সাংস্কৃতিক বিভাগের পরিচালনায় ও কলেজ পড়ুয়াদের সক্রিয় সহযোগিতায় বৃহস্পতিবার শিলচর রাধামাধব কলেজ ক্যাম্পাসে উদযাপিত হলো শারদ উৎসব ২০২৫। এদিন বাঙালির জাতিগত ঐতিহ্য ও সংস্কৃতিকে সামনে রেখে বৃহত্তর ভারতবর্ষের সঙ্গে যুক্ত পরম্পরাকে ধরে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে শারদ উৎসব ২০২৫ উদযাপন করা হয়। অনুষ্ঠানে আসামের কিংবদন্তী সংগীত শিল্পী জুবিন গার্গের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। রাধামাধব কলেজের অধ্যাপক অধ্যাপিকারা জুবিন গর্গের স্মরণে “মায়াবিনী–” গানটি পরিবেশন করে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। পরে ছাত্রছাত্রীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য ও গীত পরিবেশন করেন কলেজ পড়ুয়া প্রাচী নাহা, শুভাঙ্গী কংসবণিক, তনয়া ঘোষ, রোহিত দাস, দিপিকা দাস, স্নেহা দাস, লক্ষ্মী সিনহা, রাজশ্রী ভট্টাচার্য, অন্তরা দেব প্রমুখ। এছাড়াও একক সঙ্গীত পরিবেশন করেন অধ্যাপিকা বৈশালী চক্রবর্তী ও শবনম সারংশা। জুবিন গার্গের শ্রেষ্ঠ গান “মায়াবিনী–” পরিবেশন করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ অরুন্ধতী দত্ত চৌধুরী সহ অন্যান্য শিক্ষিকারা। তাছাড়াও ছাত্রছাত্রী ও অধ্যাপবৃন্দ পরিবেশন করেন বাঙালির ঐতিহ্যগত ধামাইল নৃত্য। এদিনের অনুষ্ঠানকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে সহযোগিতায় ছিলেন কলেজ পড়ুয়া বর্ণমিতা ভট্টাচার্য, অর্ধেন্দু চক্রবর্তী, শিবু রায়, করণ দাস, করিষ্কর দাস, রাজদীপ চন্দ, অঙ্কন ভট্টাচার্য, অভিজিৎ চৌধুরী প্রমুখ।

এদিনের অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরী, উপাধ্যক্ষ ড. রাহুল চক্রবর্তী, আইকিউএসি-র কো-অর্ডিনেটর ড. সোনালি চৌধুরী, রাধামাধব কলেজ সাংস্কৃতিক সেলের আহ্বায়ক ড. রুমা নাথ চৌধুরী সহ কলেজের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা, প্রশাসনিক ও লাইব্রেরি কর্মচারী সহ ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঋষিকা রায়। শারদ উৎসব অনুষ্ঠানকে সফল রূপ দিতে যে সকল ছাত্র ছাত্রীরা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান রাধামাধব কলেজ সাংস্কৃতিক সেলের আহ্বায়ক ড. রুমা নাথ চৌধুরী।