জুবিনের নামে উৎসর্গীকৃত ‘খেলার সময়’

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : উন্মোচিত হল বহুল পরিচিত ক্রীড়া ম্যাগাজিন ‘খেলার সময়’ -এর পূজার সংখ্যা। শনিবার সন্ধ্যায় শিলচর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট প্যাভিলিয়নে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে এর আবরণ উন্মোচন হয়। এই অনুষ্ঠানে ছিলেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য, ডিএসএ-র ফুটবল অ্যাকাডেমির আহ্বায়ক বাহারুল ইসলাম লস্কর, ক্রীড়া সংগঠক চন্দন শর্মা, যাদব পাল সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে সাধারণ সচিব অতনু ভট্টাচার্য বলেন, ম্যাগাজিনের প্রচ্ছদ সহ ভেতরে কিংবদন্তি গায়ক জুবিন গার্গের ছবি ও তাঁকে নিয়ে লিখার স্থান দেয়ার ব্যাপারে প্রশংসা করেন। তাঁর অকাল প্রয়াণের পর এতো তাড়াতাড়ি এধরনের ছাপার অক্ষরে লেখা প্রথম ম্যাগাজিন প্রকাশ করায় ম্যাগাজিন সম্পাদককে ধন্যবাদ জানান তিনি। প্রাসঙ্গিক বক্তব্য রাখতে গিয়ে সভাপতি শিবব্রত দত্ত বলেন, খেলার সময় ম্যাগাজিনের তথ্যমূলক বিভিন্ন প্রবন্ধের উপস্থাপনের প্রসংশা করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ম্যাগাজিন সম্পাদক তাজ উদ্দিন। তিনি বলেন, জুবিন গার্গ কেবল গানেই সীমাবদ্ধ ছিলেন না। খেলার অঙ্গনেও ছিল তাঁর অবাধ বিচরণ। বিভিন্ন খেলাকে প্রমোট করতে মাঠে নেমেছেন বহুবার, নানা সংগঠনকেও উৎসাহ দিয়েছেন। এজন্য এবারের ‘খেলার সময়’-কে তাঁর নামে উৎসর্গীকৃত করা হয়েছে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসএ-র গ্রাউন্ড সচিব রাজু হাজাম, ক্রীড়া সাংবাদিক সঞ্জয় রায়, ইকবাল লস্কর প্রমুখ।