জুবিনকে ধলাই প্রেস ক্লাবের শ্রদ্ধার্ঘ্য নিবেদন

বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : ধলাই প্রেস ক্লাবের উদ্যোগে কিংবদন্তি কণ্ঠশিল্পী জুবিন গর্গের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হল। রবিবার ভাগাবাজার জিপি কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এই শোকসভায় উপস্থিত ছিলেন ক্লাব সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং অসংখ্য সঙ্গীতপ্রেমী মানুষ। জুবিন গর্গের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সর্বত্র, আর এই শোককে ভাগ করে নিতেই যেন এক হয়েছিল এই বিশাল আয়োজন।

অনুষ্ঠানের শুরুতেই শিল্পীর একটি প্রতিকৃতিতে ফুল ও মালা ও মোমবাতি জ্বালিয়ে  শ্রদ্ধা জানান ধলাই প্রেস ক্লাবের সভাপতি আমির হোসেন লস্কর, সাংবাদিক রাজীব হোসেন মজুমদার এবং বিবেকানন্দ দাস সহ অন্যান্য সদস্যরা। এরপর জুবিন গর্গের বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। সেই নীরবতায় যেন ভেসে আসছিল তাঁরই গাওয়া অসংখ্য জনপ্রিয় গানের সুর, যা প্রতিটি মানুষের হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবে। শোকসভায় বক্তারা জুবিন গর্গের বহুমুখী প্রতিভার কথা স্মরণ করেন।

ধলাই প্রেস ক্লাবের সভাপতি আমির হোসেন লস্কর তাঁর বক্তব্যে বলেন, “জুবিন গর্গ এক অদ্বিতীয় প্রতিভা। কেবল অসম নয়, সমগ্র ভারতের মানুষের হৃদয়ে তিনি চিরকাল বেঁচে থাকবেন। তাঁর আকস্মিক মৃত্যুতে গোটা দেশ শোকাহত।

অন্যদিকে, সাংবাদিক রাজীব হোসেন মজুমদার বলেন, “জুবিন দা ছিলেন অত্যন্ত বিনয়ী এবং সহজ-সরল মানুষ। তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া হওয়া সত্ত্বেও তিনি সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে পারতেন।”

সাংবাদিক বিবেকানন্দ দাস তাঁর বক্তব্যে বলেন, “জুবিন গর্গের মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ করা অসম্ভব। তাঁর গানগুলি প্রজন্মের পর প্রজন্মকে প্রভাবিত করবে।”

Spread the News
error: Content is protected !!