সোনাবাড়িঘাটে সাংবাদিক তাজ উদ্দিন বড়ভূইয়াকে স্মরণ বরাকবঙ্গের
বরাক তরঙ্গ, ২০ জুলাই : বিশিষ্ট সাংবাদিক তথা বরাকবঙ্গের প্রতিষ্ঠাতা সদস্য তাজ উদ্দিন বড়ভূইয়াকে স্মরণ করল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্যে ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা ও সোনাবাড়িঘাট আঞ্চলিক সমিতি। রবিবার সোনাবাড়িঘাটে এক বিবাহ ভবনে অনুষ্ঠিত হয় এই স্মরণ অনুষ্ঠান। আঞ্চলিক সমিতির সভাপতি মজনুল হক মজুমদারের পৌরোহিত্য সভায় আমন্ত্রিত বক্তারা প্রয়াত তাজ উদ্দিন বড়ভূইয়ার রাজনৈতিক, সাংবাদিকতা ও সংগ্রামী জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরাকবঙ্গের কেন্দ্রীয় সমিতির সহ-সম্পাদক মিলন উদ্দিন লস্কর। তিনি বক্তব্যে ছাত্র আন্দোলন থেকে বরাকবঙ্গের কাজকর্ম ও সাংবাদিকতা জীবনের নানা দিক আলোচনা করেন। প্রয়াত বড়ভূইয়া এক আপসহীন ব্যক্তি ছিলেন বলে উল্লেখ করেন। প্রতিবাদী কণ্ঠ ছিলেন। অমায়িক ব্যবহারের অধিকারী ছিলেন তিনি।

সভায় প্রাক্তন অধ্যক্ষ আইনুল হক মজুমদার বক্তব্যে তাজ উদ্দিনের সংগ্রামী জীবনের উল্লেখযোগ্য ঘটনাগুলো তুলে ধরেন। তিনি বলেন তাজ উদ্দিন এক প্রতিবাদের নাম। তিনি বলেন, অভাব অনটন থাকা সত্বেও সুযোগ সুবিধা পেতে কোনদিনও আপস করেননি। সৎ ও নিষ্ঠার সঙ্গে আজীবন কাজ করেছেন। বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। এ ছাড়া বক্তব্য রাখেন বরাকবঙ্গের কেন্দ্রীয় সমিতির কার্যালয় সম্পাদক পরিতোষ দে, সোনাই এমসিডি কলেজের উপাধ্যক্ষ আব্দুল মতিন লস্কর, সমাজকর্মী মহিম উদ্দিন লস্কর প্রমুখ। সভার শুরুতে বক্তব্য রাখেন সমাজকর্মী আশু চৌধুরী।
