সাংবাদিক প্রীতম নাথের মাতৃ বিয়োগ, শোক ধলাই প্রেস ক্লাবের

বরাক তরঙ্গ, ৪ অক্টোবর : সাংবাদিক প্রীতম নাথের মাতৃদেবী বিয়োগে গভীর শোকের ছায়া নেমে এসেছে ধলাই অঞ্চলে। শনিবার সকাল ১০টা ২ মিনিটে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ধর্মপ্রাণ মহিলা সঙ্গীতা নাথ শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৫৫। তাঁর মৃত্যুতে সাংবাদিক মহল, পুলিশ প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন এবং প্রয়াত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

ধলাই পুলিশের পক্ষ থেকেও সরকারি উপ পরিদর্শক সন্তোষকুমার দাসে নেতৃত্বে  এক প্রতিনিধি দল প্রীতম নাথের বাড়িতে পৌঁছান এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এদিকে, এই দুঃসংবাদ পাওয়ামাত্র ধলাই প্রেস ক্লাবের কর্মকর্তারা প্রীতম নাথের বাড়িতে ছুটে যান। পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান রাজীব মজুমদার, বিবেকানন্দ দাস, সাইদুর রহমান মজুমদার, বিক্রম রায়, আমির হোসেন, প্রীতমকুমার নাথ সহ ধলাই প্রেস ক্লাবের অন্যান্য কর্মকর্তারা। উল্লেখ্য, দৈনিক বরাকবাণী নিউজের ধলাই প্রতিনিধি প্রীতম নাথ।

Spread the News
error: Content is protected !!