জোসেফ স্টালিনের প্রয়াণ দিবস পালন শিলচরে

বরাক তরঙ্গ, ৫ মার্চ : বিশ্ব সাম্যবাদী আন্দোলনের মহান নেতা জোসেফ স্টালিনের প্রয়াণ দিবস আজ যথাযোগ্য মর্যাদায় পালন করে এসইউসিআই (কমিউনিস্ট) দলের কাছাড় জেলা কমিটি। দলের জেলা কার্যালয়ে বুধবার দলীয় পতাকা উত্তোলন ও স্টালিনের প্রতিকৃতিতে মাল্যদান করেন এসইউসিআই (কমিউনিস্ট) দলের কাছাড় জেলা কমিটির অন্যতম সদস্য নকুলরঞ্জন পাল।

দলের পক্ষ থেকে বলা হয়, বিশ্ব সাম্যবাদী আন্দোলনে স্টালিনের ভূমিকা অবিস্মরণীয়। তিনি  বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের রূপকার লেনিনের সুযোগ্য উত্তরসূরী হিসেবে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলেছিলেন যা বিশ্বের শোষণমূলক পুঁজিবাদী ব্যবস্থা থেকে শোষিত জনগণকে বেরিয়ে আসতে প্রেরণা যুগিয়েছিল। তাছাড়া তিনি বিশ্ববাসীকে ফ্যাসিবাদের অত্যাচার থেকে মুক্ত করতে ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষ চন্দ্র বসু থেকে শুরু করে বিশ্বের শ্রেষ্ঠ বুদ্ধীজীবীরা স্টালিনের ফ্যাসিবাদী বিরোধী সংগ্রামের ভূয়সী প্রসংসা করেছিলেন। দলের পক্ষ থেকে এও বলা হয় যে বর্তমান বিশ্বের পুঁজিবাদী- সাম্রাজ্যবাদী শোষণমূলক ব্যবস্থার বিরুদ্ধে বিভিন্ন দেশে যে প্রবল বিক্ষোভ ফেটে পড়ছে তা থেকে বেরিয়ে আসতে মহান স্টালিনের জীবন সংগ্রাম ও লেখনী আজও শ্রমিক শ্রেণীর কাছে প্রেরণা স্বরূপ। দলের পক্ষ থেকে দেশে পুঁজিবাদ বিরোধী সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত করতে স্টালিনের জীবনী চর্চা করতে সবাইকে আহ্বান জানান।

জোসেফ স্টালিনের প্রয়াণ দিবস পালন শিলচরে
Spread the News
error: Content is protected !!