মামলা তুলে নেওয়ার জন্য আবেদন জোনমণি মায়ের
বরাক তরঙ্গ, ৪ এপ্রিল : পুলিশ আধিকারিক জোনমণি রাভার রহস্যজনক মৃত্যুর মামলা তুলে নিতে জোনমণির মা সুমিত্রা রাভা কলিয়াবর মহকুমা বিচারিক আদালতে আবেদন করেছেন। বৃহস্পতিবার সিবিআই অফিসারদের সঙ্গে কলিয়াবর মহকুমা বিচারিক আদালতে হাজির হন এসআই জনমনি রাভার মা।
৮৭/২৩ ও ৮৪/২৩ নং জাখলাবান্ধা থানায় নথিভুক্ত করা হয়েছে। সুমিত্রা রাভা ব্যক্তিগত অসুবিধার কারণে মামলা নং 87/23 প্রত্যাহারের আবেদন করেছেন। জাখলাবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পবন কলিতাও আবেদনপত্র গ্রহণ করেছেন।
আদালত সুমিত্রা রাভার দায়ের করা আবেদন খারিজ করলেও পুলিশ অফিসার পবন কলিতার করা আবেদন খারিজ করে দেয়। নির্যাতিতার মা সুমিত্রা রাভাকে সিবিআই অফিসারদের কড়া ঘেরের মধ্যে আদালতে পেশ করা হয়েছিল।
উল্লেখ্য, অসম পুলিশের দক্ষ অফিসার জোনমণি। তিনি লেডি সিংহাম নামে পরিচিত ছিলেন। রাভা গত বছরের ১৬ মে রহস্যজনক দুর্ঘটনায় মারা যান। একজন দক্ষ পুলিশ অফিসার রাভার মৃত্যু রাজ্যের কোনও সচেতন ব্যক্তি হালকাভাবে নেননি। এ ঘটনায় নিহতের মা সুমিত্রা রাভা বাদী হয়ে জাখলাবান্ধা থানায় অভিযোগ দায়ের করে ছিলেন।