ধলাইয়ে বিধায়কের উদ্যোগে চাকরি প্রত্যাশীদের প্রশিক্ষণ কর্মশালা

বরাক তরঙ্গ, ৩ আগস্ট : ধলাইর বিধায়ক নীহাররঞ্জন দাসের ব্যক্তিগত উদ্যোগে ধলাই পিএমশ্রী বিএনএমপি এইচএস স্কুলে রবিবার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি প্রত্যাশীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। কর্মশালার উদ্দোক্তা বিধায়ক নীহাররঞ্জন দাস স্বাগত বক্তব্য রাখেন। তিনি বলেন, ধলাই বিধানসভা কেন্দ্রের ছেলে মেয়েরা যাতে প্রশিক্ষণ নিয়ে চাকরির জন্য পরীক্ষায় বসতে পারেন। এই চিন্তাধারা থেকে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বক্তব্য রাখেন বিজেপির কাছাড় জেলা সভাপতি রূপম সাহা। তিনি বিধায়কের এই উদ্যোগকে যোগান্তরকারি পদক্ষেপ বলে উল্লেখ করেন।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন অধ্যক্ষ কল্পতরু নাথ, প্রাক্তন অধ্যক্ষ সাবির আহমেদ, বিজেপির নেতা ভূষন পাল ,উৎফল শুক্লবৈদ্য, অধ্যক্ষ বৃষ্ণিরঞ্জন ধর প্রমুখ। প্রত্যেক বক্তা বিধায়কের এই উদ্যোগকে স্বাগত জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন ধলাই নরসিংহপুর এপি সভাপতি নীর্মলকান্তি দাশ, সহ-সভানেত্রী শায়ন্তীকা গোস্বামী, প্রাক্তন জেলা পরিষদ সদস্য কৃপেশ ঘোষ, বিজেপির ধলাই নরসিংহপুর মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরি, বিধান চন্দ্র পাল, নারায়ণ ঘোষ, অজয় লস্কর প্রমুখ। এদিনের অনুষ্ঠান পরিচালনা করেন বিজেপির ধলাই নরসিংহপুর মণ্ডল সাধারণ সম্পাদক পৃথীশচন্দ্র দাস। 

Spread the News
error: Content is protected !!