দিনদুপুরে শিলচরের জিলানি চৌধুরী লেনে দু’টি ঘরে চোরের হানা, আলমারি ভেঙে লুটপাট
বরাক তরঙ্গ, ১১ জুলাই : শিলচরের কাঁঠাল পয়েন্ট সংলগ্ন জিলানি চৌধুরী লেনে দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। চোরের একটি দল পরপর দু’টি বাড়িতে হানা দিয়ে আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। চুরির সময় দু’টি বাড়ির মালিকই বাইরে ছিলেন। এই সুযোগে চোরের দল নির্বিঘ্নে তাদের কাজ সেরে যায়।
সবচেয়ে উদ্বেগের বিষয় হল, মাত্র চার দিন আগে এই লেনেই চুরির ঘটনা ঘটে, অথচ এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। চুরির ঘটনার পর বাড়ি মালিক আব্দুল হান্নান চৌধুরী ও আহাদ হোসেন লস্কর রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে এজাহার দায়ের করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। অনেকেই আশঙ্কা করছেন, কোনও চোরচক্র এই অঞ্চলকে নিশানা করেছে।
এ দিকে, পুলিশ সূত্রে জানা গেছে, আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, তবে এখনও পর্যন্ত কাউকে আটক করা যায়নি।