গাজায় ইজরায়েলি নৃশংসতার প্রতিবাদে নিউইয়র্কে ইহুদিদের বিক্ষোভ সমাবেশ

২৯ অক্টোবর : ফিলিস্তিনের গাজায় ইজরায়েলের নির্বিচার ও বিরামহীন বিমান হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আবারও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। প্রগতিশীল ইহুদি সংগঠনের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছে হাজার হাজার ইহুদি ধর্মাবলম্বী মানুষ।

বিক্ষোভকারীরা বলেছেন, তাদের মতো সাধারণ ইহুদিদের নাম করে গাজায় গণহত্যা চালানো হচ্ছে। অবিলম্বে নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধ করার আহ্বান জানান তারা। গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজাকে অবরুদ্ধ করে নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরাইল। জাতিসংঘের ‘মানবিক যুদ্ধবিরতি’ প্রস্তাব ও আন্তর্জাতিক সম্প্রদায়ের শত আহ্বানেও থামছে না এর সেনারা। টানা তিন সপ্তাহের হামলায় ভূমধ্যসাগর পাড়ের এক চিলতে ভূখণ্ড গাজা প্রায় মাটির সঙ্গে মিশে গেছে। এখন পর্যন্ত নিহত হয়েছে ৭ হাজার ৭০৩ ফিলিস্তিনি। যার মধ্যে তিন হাজারেরও বেশি শিশু। আহত হয়েছে আরও ১৮ হাজার।

ইজরায়েলের এই নির্বিচার হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে বিশ্ববাসী। দেশে দেশে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে জায়নবাদী দেশটির ন্যাক্কারজনক হত্যাযজ্ঞের নিন্দা জানাচ্ছে মানুষ। তারই ধারাবাহিকতায় শুক্রবার (২৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে দ্বিতীয়বারের মতো বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জায়নবাদবিরোধী ইহুদিরা। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন মতে, প্রগতিশীল ইহুদিদের সংগঠন ‘জিউইশ ভয়েস ফর পিস-নিউইয়র্ক সিটি’র উদ্যোগে শহরের গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের প্রধান হলে বিশাল এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

Author

Spread the News