বড়যাত্রাপুরে ডাকাতি, লুট টাকা সহ গহনা
বরাক তরঙ্গ, ১০ জুলাই : বড়যাত্রাপুরে ডাকাতির ঘটনা ঘটল। লুটে নিয়ে যায় নগদ অর্থ সহ স্বর্ণ অলঙ্কার। জানা যায় বড়যাত্রাপুর লস্কর বাজারের ব্যবসায়ী জুনাইদ আহমেদ লস্করের বাড়িতে বুধবার রাত প্রায় দেড়টা নাগাদ সংঘটিত হয় লোমহর্ষক ডাকাতির ঘটনাটি। জানা যায়, ঘরের দরজা ভেঙে প্রায় দশ জনের দল ভেতরে প্রবেশ করে।

পরিবারের লোকরা জানান, প্রায় আধঘণ্টা অভিযান চালায় ডাকাত দল। তাদের হাতে বন্দুক সহ নানা অস্ত্র ছিল। মারপিটও করে বলে জানান। আলমিরা খুলে তছনছ করে। সব জিনিষ এলোমেলো করে ফেলে। নগদ টাকা সহ সোনা গহনা নিয়ে পালায়। ঘটনার খবর পেয়ে ভাঙ্গারপার পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। এ ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্য বিরাজ করছে।
