৭.৪ মাত্রায় তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপান
১ জানুয়ারি : বছরের প্রথম দিনেই বড়সড় বিপর্যয় জাপানে। ৭.৪ মাত্রায় তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল উদীয়মান সূর্যের দেশ। তার পরেই সুনামি সতর্কতা জারি হয়েছে দেশজুড়ে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছে মধ্য জাপান। কম্পন অনুভূত হয়েছে রাজধানী টোকিও-সহ একাধিক বড় শহরে। জাপানে প্রবল কম্পনের পর বেশ কয়েকবার কেঁপে ওঠে গোটা অঞ্চল। যার মধ্যে সোমবার ফের ৫ মাত্রার কম্পনে কেঁপে ওঠে ইশিয়াাওয়া।
প্রবল কম্পনের রেশ কাটতে না কাটতেই যখন ফের আফটার শক দেখা যায় ইশিকাওয়া জুড়ে, তা নিয়ে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে। সুমানি সতর্কতার পরপরই জাপানে বহু ট্রেনের গতি রদ করা হয়। বন্ধ করে দেওয়া হয় একাধিক ট্রেন। জাপানে ভূমিকম্পের জেরে বহু বাড়ি ভেঙে পড়ার খবর মেলে। প্রবল কম্পনের জেরে কতজন হতাহত, সে বিষয়ে এখনও সস্পষ্ট কোনও খবর মেলেনি। ছবি : জাপানের BOHOL FLASH Report Facebook page।