জন‌গো‌ষ্ঠির প্রতিষ্ঠা বা‌র্ষিকী পা‌লন পাথারকা‌ন্দি‌তে

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৬ এপ্রিল : প্রতিবারের ন্যায় এবারও চা জন‌গো‌ষ্ঠির ২১ তম প্রতিষ্ঠা বা‌র্ষিকী পা‌লিত হল পাথারকা‌ন্দি‌তে। শনিবার বিভিন্ন কার্যসূচীর মাধ‌্যমে পাথারকা‌ন্দির চাঁন্দখিরায় চা জন‌গো‌ষ্ঠির একুশ তম প্রতিষ্ঠা বা‌র্ষিকি পা‌লন করা হয়।এ দিন স্থানীয় মুক্তিযুদ্ধা মালতি উরাং রঙ্গমঞ্চে অসম চাহ জনগোষ্ঠী জাতীয় মহাসভার বরাক ভ‌্যা‌লি সমন্বয় কমিটির উদ্যোগে এক সভার মাধ্যমে দিন‌টি পালন করা হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন বরকভেলি চা জনগোষ্ঠীর মুখ্য সমন্বয়ক সন্তু রী।সভার শুরুতে জাতীয় মহাসভার পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্জ্বলন করেন বালাচড়া থেকে আগত নীলকণ্ঠ বাউরি।

তারপর মহাসভার উৎপত্তি উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন বরাক ভ‌্যা‌লি চা জন‌গো‌ষ্ঠির কো অ‌র্ডিনেটর উত্তম রিখিয়াসন।অতপর সন্তু রী উনার বক্তব্যে সংস্থার কার্য ক্রমণিকা সম্প‌র্কে বিশদ ভাবে আলোচনা শে‌ষে সভাস্থ সক‌লের ম‌ধ্যে সংস্থার ক‌্যা‌লেন্ডার বিতরণ ক‌রেন। প‌রে এ‌কে এ‌কে উরাং মুণ্ডা সাঁওতাল রিকিয়াসন বাউরি সূর্যবংশী কাহার রবিদাস মারার কালিন্দী তাঁতী রায় সালিয়া ঘাটোয়ার প্রভৃতি জাতি‌গো‌ষ্ঠির প্রতিনিধিগণ নিজ নিজ সমাজের নানা সমস‌্যা নি‌য়ে আলোকপাত করেন।

Author

Spread the News