মাতৃভূমির ফাইনালে জামালপুর, বিদায় গেলবারের চ্যাম্পিয়ন   

সাংবাদিক, ইউটিউবার-ব্লগারদের সংবর্ধিত____

বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : গত বছর ফাইনালে হারার মধুর প্রতিশোধ নিল জামালপুর এফসি। সোমবার গত বছরের চ্যাম্পিয়ন নতুন বাজার এফসি দলকে পর্যুদস্ত করে প্রথম দল হিসাবে মাতৃভূমি কাপ প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রবেশ করল জামালপুর এফসি। স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রথম সেমিফাইনালে এদিন প্রতিপক্ষ নতুন বাজার এফসি দলকে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করছে তারা। 

খেলার শুরুতে অর্থাৎ ৬ মিনিটে মাওয়িজুয়ালা আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ল নতুন বাজার। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে ১১ মিনিটে দ্বিতীয় গোল করে স্কোর বাড়িয়ে দেন জ্যাকসন।

সমতায় ফিরতে নতুন বাজার এফসি দলও দারুণ লড়াই করে। দ্বিতীয়ার্ধের খেলার ৫৯ মিনিটে নতুন বাজার এফসি দলের খেলোয়াড় দুর্দান্ত গোল করে করেন আর মালা। গোলের পর অক্সিজেন পেয়ে জোর আক্রমণ চালায় নতুন বাজার। সব খেলোয়াড় মাঝ মাঠে। ঠিক সেসময় ডিফেন্ডার বিট হতেই সুযোগ আর হাতছাড়া করেনি জামালপুরের যোশেফ। খেলার ৫২ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন। টুর্নামেন্টে এটি যোশেফের তৃতীয় গোল।

মাতৃভূমির ফাইনালে জামালপুর, বিদায় গেলবারের চ্যাম্পিয়ন   

দু’টি দলই এদিন তারকা সমৃদ্ধ খেলোয়াড়দের মাঠে নামিয়েছে। একদিকে জামালপুর দল নেপাল, ঘানা ও সেনেগাল থেকে তিন জন বিদেশি খেলোয়াড় সহ মণিপুর ও মেঘালয় থেকে আগত খেলোয়াড়দের মাঠে নামিয়েছিল। অপরদিকে নুতন বাজার এফসি দলে ছিলেন পার্শ্ববর্তী রাজ্য মিজোরামের প্রথম সারির খেলোয়াড়রা। এদিন মাঠ ছিল দর্শকে পরিপূর্ণ, মাঠে ছিল না তিল ধারণের জায়গা। কেউ কেউ তো গাছের মগডালে উঠে ঝুঁকিপূর্ণ ভাবে খেলা দেখেছেন। এদিন মাঠে অনুমানিক পঁচিশ থেকে ত্রিশ হাজার ফুটবল প্রেমী দর্শক উপস্থিত ছিলেন। প্রচণ্ড ভিড় ও গরমে এক মহিলা দর্শক অচেতন হয়ে পড়ে গেলে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে পর্যন্ত নিয়ে যেতে হয়। 

মাতৃভূমির ফাইনালে জামালপুর, বিদায় গেলবারের চ্যাম্পিয়ন   

এদিনের খেলা পরিচালনা করেন শামিম আহমেদ বড়ভূইয়া, কমরুজ্জামান লস্কর ও ইজাজ আহমেদ। চতুর্থ রেফারি ছিলেন প্রবীন বর্মণ। এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন জামালপুর এফসি খেলোয়াড় ওয়ানবো। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক অরিন্দম হোঁড় ও সাংবাদিক আশু চৌধুরী। আগামী ৪ সেপ্টেম্বর বুধবার টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে নাজিয়া এন্টারপ্রাইজ ও ইসলামাবাদ ইলেভেন ব্রাদার্স দল পরষ্পরের মুখোমুখি হবে । 

মাতৃভূমির ফাইনালে জামালপুর, বিদায় গেলবারের চ্যাম্পিয়ন   

এদিন খেলার শুরুতে জেলার বেশ কয়েক জন সংবাদকর্মী, ইউটিউবার ও ব্লগারদের সংবর্ধিত করে মাতৃভূমি সামাজিক সংস্থা। মাতৃভূমি-র সভাপতি সীতাংশু দাস জানান এবছর টুর্নামেন্ট শুরু হওয়ার প্রথম দিন থেকেই বিভিন্ন পত্রপত্রিকা, বৈদ্যুতিন চ্যানেলের সংবাদকর্মী, ইউটিউবার- ব্লগাররা ধলাইর মাঠ থেকে সরাসরি খেলা সম্প্রচার করেছেন যার ফলে দূর দূরান্তের ফুটবল প্রেমী মানুষ এখানে এসে খেলা উপভোগ করেছেন। সেই সঙ্গে সামাজিক মাধ্যম যোগেও হাজার হাজার দর্শক ফুটবল টুর্নামেন্ট উপভোগ করেছেন, তিনি তারজন্য সংবাদকর্মী, ইউটিউবার-ব্লগারদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Author

Spread the News