মণিপুরে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইলো জাকালকা

বরাক তরঙ্গ, ১১ জুন : গোষ্ঠী সংঘর্ষে জর্জরিত মণিপুরে শান্তি স্থাপনের জন্য রাষ্ট্রপতির কাছে হস্তক্ষেপের আর্জি জানালো জয়েন্ট অ্যাকশন কমিটি এগেনস্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল এগ্রেশন (জাকালকা)।
সোমবার সংগঠনের পক্ষ থেকে এক প্রতিনিধিদল শিলচরে জেলাশাসকের মারফত এই আর্জি সম্বলিত স্মারকপত্র প্রেরণ করেন রাষ্ট্রপতির উদ্দেশ্যে।

প্রতিনিধিদলে ছিলেন নির্মলকুমার দাস, এম শান্তিকুমার সিং, কমল চক্রবর্তী প্রমুখ। তারা মণিপুরের বর্তমান পরিস্থিতির জন্য কেন্দ্র এবং সে রাজ্যের সরকারকে দায়ী করে বলেন, সরকার বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে বিভেদের সৃষ্টি করে শাসন ক্ষমতা ধরে রাখতে চাইছে। যার ফলশ্রুতিতে সাধারণ লোকেরা জীবন নিয়ে সংশয়ে ভোগতে শুরু করেছেন।

Author

Spread the News