বৈঠকে হাসিনার বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি : জয়শঙ্কর
৬ আগস্ট : বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দিল্লিতে ভারত সরকারের ডাকা সর্বদল বৈঠক শেষ হয়েছে। বৈঠক শেষে মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত হওয়া সর্বদলীয় বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান সংক্রান্ত বিবৃতি দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। শেখ হাসিনার বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশে ১২ থেকে ১৩ হাজার ভারতীয় রয়েছে, যাদের ফিরিয়ে আনার কোনও প্রয়োজন নেই। এর পাশাপাশি সীমান্তে চিন্তার কোনও প্রয়োজন নেই।’
এ দিন সকালে বাংলাদেশের পরস্থিতি নিয়ে ভারত সরকারের ডাকা সর্বদল বৈঠক অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ছাড়াও বৈঠকে যোগ দিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি সহ ইন্ডিয়া’ ও এনডিএ জোটের শরিক দলের নেতারা। তৃণমূলের তরফে এই বৈঠকে যোগ দিয়েছিলেন দলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।