রথযাত্রায় ভক্তদের মধ্যে পানীয় জল বিতরণ জয় ঠাকুর সেবা সমিতির
বরাক তরঙ্গ, ৮ জুলাই : প্রতিবছরের মতো এবারও শ্রীশ্রী জগন্নাথ রথযাত্রায় পানীয়জল বিতরণ করল জয় ঠাকুর সেবা সমিতি। জল মূল্যবান সম্পদ, জল বাঁচান।আগামীতে যে তীব্র জল সংকট আসতে চলেছে তার হাত থেকে বাঁচতে জলের সদ ব্যবহার করুন৷ গাছ লাগান, প্রাণ বাঁচান৷ এসব শ্লোগানকে সামনে রেখে রবিবার শ্রীশ্রী জগন্নাথ রথযাত্রা মহোৎসব উপলক্ষে হাসপাতাল রোডে ভক্তদের মধ্যে জয় ঠাকুর সেবা সমিতি পানীয়জল বিতরণ করেছে।
জয় ঠাকুর সেবা সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেব বলেন, শ্রীশ্রী জগন্নাথ রথযাত্রা মহোৎসব উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান তিনি। বিশ্বজিৎ বলেন, আজকের এই শুভদিনে জয় ঠাকুর সভা সমিতি ভক্তদের মধ্যে পানীয় জল বিতরণ করেছে। তিনি বলেন, বর্তমান সবাই মিলে জল বাঁচানো দরকার। সেইসঙ্গে গাছ লাগানো উচিত। এদিন জয় ঠাকুর সেবা সমিতির কর্মকর্তা রাজু হালদার বলেন, মানব জীবনর জল একটি অমূল্য সম্পদ। ভবিষ্যতে যাতে জল সংকট না হয়, তা নিয়ে সবাইকে সচেতন হতে হবে।
এদিনের কর্মসূচিতে তাবু দেব গোপাল বণিংক, প্রদীপ দত্ত, অরূপ নন্দী, বিজন চৌধুরী, অশোক দত্ত, বিক্রম ঘোষ সহ জয় ঠাকুরের ভক্তবৃন্দ ছিলেন ও মহিলা ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।