জগন্নাথ কম্যুনিটি হল নির্মাণ নিয়ে রুকনি বাগানে ক্ষোভ
দেবু দাশ, আমড়াঘাট।
বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর : জনশূন্য এলাকায় জগন্নাথ কম্যুনিটি হল নির্মাণ নিয়ে রুকনি বাগানের চা জনজাতি লোকের তীব্র ক্ষোভ দেখা দেয়। বসতি এলাকায় নির্মাণ না হলে কাজ করতে না দেওয়ার হুঁশিয়ারি দিলেন। রাজ্যের চা জনজাতি লোকের বিভিন্ন প্রয়োজনে ব্যবহারে জন্য রাজ্যের প্রতিটি চা বাগানে অসম সরকার প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে জগন্নাথ কম্যুনিটি হল নামের বিভিন্ন সুযোগ সুবিধা সম্পন্ন অধ্যাধুনিক ভবন নির্মাণ করছে। কাছাড় জেলার ধলাই বিধানসভা কেন্দ্রের রুকনি চা বাগানেও জগন্নাথ কম্যুনিটি হল নির্মাণ কাজ আরম্ভ হয়েছে। পূর্ত ভবন বিভাগের সোনাই-ধলাই ডিভিশনের অধীনে নির্মাণ কাজ শুরু হলে রুকনি চা বাগান কর্তৃপক্ষ ও শ্রমিকের মধ্যে স্থান নির্ধারণ নিয়ে সংঘাত শুরু হয়। আর এই সংঘাতের বহিঃপ্রকাশ ঘটে সোমবার।
এদিন রুকনি চা বাগানের শতাধিক চা জনজাতি পুরুষ, মহিলা জনবসতি থেকে দূরে জনশূন্য এলাকায় জগন্নাথ কম্যুনিটি হল নির্মাণ নিয়ে প্রতিবাদে ফেটে পড়েন। পঞ্চায়েত সভাপতি বাবুলাল মাল, সম্পাদক রামধনি ভর বলেন চা-বাগানের বসতি থেকে ৫ কিলোমিটার দূরে কম্যুনিটি হল নির্মাণ করা তাঁরা কোনওভাবে মেনে নেবেন না। বসতি এলাকায় কম্যুনিটি হল নির্মাণ করা না হলে তাঁরা নির্মাণ কাজ হতে দেবেন না বলে হুঁশিয়ারি দেন।