ভারী বৃষ্টিপাত, ঈদগাহে নামাজ পড়া সম্ভব হল না

ভারী বৃষ্টিপাত, ঈদগাহে নামাজ পড়া সম্ভব হল না

বরাক তরঙ্গ, ১৭ জুন : ভারী বৃষ্টিপাতে ঈদ-উল আজহার নামাজ ঈদগাহে আর আদায় করা হল না। তিনদিন ধরে লাগাতার বর্ষণ চলছে গোটা উত্তর পূর্বাঞ্চলে। ব্যতিক্রম নয় বরাক উপত্যকাও। ধারাবাহিক বর্ষণে বরাক উপত্যকার কোনও প্রতিটি ঈদগাহে ঈদ-উল আজহার নামাজ পড়া সম্ভব হয়নি। শিলচরের সর্ব বৃহৎ ঈদের জামাত হয়ে থাকে ইটখোলা ঈদগাহে। বৃষ্টির দারুণ সেখানেও নামাজ সম্ভব হয়নি।

শিলচর মেহেরপুর ঈদগাহে অবিরাম বৃষ্টির কারণে ঈদগাহের পরিবর্তে ঈদ-উল আজহার নামাজের জামাত মসজিদে অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টি উপেক্ষা করেও নামাজের জামাতে মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সোমবার সকাল সাড়ে ৮ টায় মেহেরপুর পুরাতন জামে  মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

ভারী বৃষ্টিপাত, ঈদগাহে নামাজ পড়া সম্ভব হল না

এদিকে, আবহাওয়ার প্রতিপুল তাকায় প্রায় সব কটি ঈদগাহের নামাজ বাতিল করে মসজিদে আদায় করা হয়েছে। এতে সময়সূচিরও পরিবর্তন ঘটেছে। এছাড়াও স্থানীয় বিভিন্ন মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। ভারী বৃষ্টিপাতে শিশুদের আনন্দ ম্লান হয়েছে। হাটবাজারে ও তার প্রভাব পড়েছে। শিশু, কিশোর কিশোরীরা বের হতে না পারায় জমে ওঠেনি হাট বাজারও। তবে বয়োজ্যেষ্ঠরা কুরবানি নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।

Author

Spread the News