নৈতিক শিক্ষায় পড়ুয়াদের গড়ে তোলা আবশ্যক
বরাক তরঙ্গ, ২০ জানুয়ারি, সোমবার,
নৈতিক শিক্ষায় পড়ুয়াদের গড়ে তোলা আবশ্যক। শুধু স্কুলের সুনাম বাড়াতে পাসের হার বা পড়ুয়ার মার্কসের ওপর গুরুত্ব নয়, চারিত্রিক ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার ওপরও গুরুত্ব আরোপ অত্যন্ত প্রয়োজন। একজন পড়ুয়া সবদিক দিয়ে পরিপূর্ণ হয়ে উঠলে তার ভবিষ্যৎও উজ্জ্বল হবে। জীবনে প্রতিষ্ঠিত হলে এসব গুণে বা শিক্ষায় মানুষের কাছে সম্মানিত ব্যক্তির মর্যাদা পাবে। নৈতিক আচরণবিধি মৌলিক মূল্যবোধের পেশাগত কাজকে দক্ষ করে তোলে ও দৈনন্দিন কার্যকলাপ ত্বরান্বিত করণে প্রণীত নৈতিক নিয়ম মানদণ্ড বা আচরণবিধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। আর শিশুর মুল্যবোধ শিক্ষার প্রাথমিক শিক্ষাকেন্দ্র হলো পরিবার। পরিবার থেকেই মুল্যবোধ শিখালে সন্তানের ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রগতিশলি, দায়িত্বশীল ও কর্তব্যপরায়ন করে তোলে।
সম্প্রতি তারাপুর শিববাড়ি রোডের এক বেসরকারি স্কুলের দশম শ্রেণির ছাত্রছাত্রীদের ফেয়ারওয়েল অনুষ্ঠান শেষে কয়েকজন পড়ুয়ার কীর্তির একটি ছোট ভিডিও ভাইরাল হয়। ভাইরাল ভিডিওতে কয়েকজন পড়ুয়ার ক্লাসে অভাবনীয় তামাশার মুহূর্তগুলো দেখে মনে হয় ওই শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে। পড়ুয়ারা ক্লাসরুমে থাকা ফ্যান বাল্ব নষ্ট করতে একটুও বিবেক বাধা দেয়নি। নৈতিক নিয়ম মানদণ্ড বা আচরণবিধির অভাব মনে হয়েছে।