এটা একটা দুর্ঘটনা, সবাইকে সহযোগিতার আহ্বান মন্ত্রী কৃষ্ণেন্দুর

বরাক তরঙ্গ, ২০ জুন : ভেঙে পড়া ভাঙ্গারপারে হারাং সেতু পরিদর্শন করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শুক্রবার বিভাগীয় কর্তাদের নিয়ে সেতু পরিদর্শন করেন মন্ত্রী। পরিদর্শন শেষে সাংবদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, গত মঙ্গলবার গভীর রাতে সেতু ভেঙে পড়ার খবর পেয়েই বিভাগীয় মন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা নির্দেশ দিয়েছেন খুব শীঘ্রই যাতে বেইলি সেতু নির্মাণ করা হয়। তাঁর আশা আগামী একমাসের মধ্যে বেইলি সেতুর কাজ সম্পূর্ণ হবে। তিনি ভেঙে যাওয়া সেতুর সামগ্রীগুলো শীঘ্রই সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। এবং বৃহত্তর পশ্চিম শিলচর এলাকার মানুষের চলাচলের জন্য বিকল্প হিসাবে রংঘর সোনাপুর রোড বেচে নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে রংঘর সড়ক সংস্কারের জন্য দু’কোটি টাকা  বরাদ্দ করা হয়েছে। সড়ক সংস্কারের কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে।

মন্ত্রী বলেন, এটা  একটা দুর্ঘটনা, করার কিছুই নেই। সবাইকে সহযোগিতা করতে হবে। তবে বলেন, এখানে এসে অনেক অভিযোগ শুনেছি। ইতিমধ্যে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সবকিছু বেরিয়ে আসবে। যে বা যারা দোষী সাব্যস্ত হবে তাদের কঠোর শাস্তি প্রদান করা হবে। মন্ত্রী আরও জানান আগামী ২০ জুলাইয়ে কাটিগড়ার গ্যামন সেতুর সংস্কার শেষ হয়ে  যাবে।

এটা একটা দুর্ঘটনা, সবাইকে সহযোগিতার আহ্বান মন্ত্রী কৃষ্ণেন্দুর

এদিন মন্ত্রী কৃষ্ণেন্দু পালের পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিজেপির কাছাড় জেলা সভাপতি রূপম সাহা, রাজ্য এসসি মোর্চার উপ সভাপতি অমলেন্দু দাস, রাজ্য সংখ্যালঘু মোর্চার সদস্য নুরুল আলম মজুমদার, জেলা সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক বড়ভূইয়া, শ্রীকোণা মণ্ডলের সাধারণ সম্পাদক অনিমেষ নাথ, সম্পাদিকা অনিমা নাথ, বেণুভূষণ নাথ, আপ্তার উদ্দিন লস্কর প্রমুখ।

এটা একটা দুর্ঘটনা, সবাইকে সহযোগিতার আহ্বান মন্ত্রী কৃষ্ণেন্দুর
Spread the News
error: Content is protected !!