পোলিও টিকাকরণের জন্য দৈনিক ৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হামাস-ইজরায়েলের
১ সেপ্টেম্বর : রাষ্ট্রসংঘের উদ্যোগে পোলিও টিকাকরণের জন্য দৈনিক ৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস ও ইজরায়েল (Israel-Hamas)। রবিবার থেকে এই টিকাকরণ (Polio vaccination campaign) অভিযান শুরু হওয়ার কথা। কিন্তু তার আগে ফের গাজায় হামলা চালাল ইজরায়েলি সেনা। জানা গিয়েছে, গাজার (Gaza) মধ্য ও দক্ষিণাঞ্চলে ইজরায়েলি হামলায় মৃত্যু হয়েছে অন্তত ৪৮ জনের।
যতসময় যাচ্ছে ততই খারাপের দিক এগোচ্ছে গাজার পরিস্থিতি। খারাপ অবস্থা শরণার্থী শিবিরগুলিরও। এই পরিস্থিতিতে গাজায় নতুন আতঙ্ক ছড়িয়েছে পোলিও নিয়ে। ২৩ অগাস্ট হু জানায়, টাইপ টু পোলিও ভাইরাসে এক শিশুর পক্ষাঘাত হয়েছে। এরপরই গাজায় শিশুদের টিকাকরণ নিয়ে আলোচনা শুরু হয়। আলোচনার শেষে গাজায় দৈনিক ৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস ও ইজরায়েল। প্রথম দফায় প্রায় ৬ লক্ষ ৪০ হাজার শিশুকে পোলিও-র টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। কিন্তু তা শুরুর আগেই ফের গাজায় হামলা চালাল ইজরায়েলি সেনা। ইতিমধ্যেই প্রায় ২ হাজারেরও বেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী পোলিও টিকাকরণ অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে।
সেখানকারই কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, পৃথক ইজরায়েলি হামলায় একই পরিবারের ৯ জন সহ কমপক্ষে ১৯ জন প্রাণ হারিয়েছেন। পাশাপাশি গাজার অন্যান্য এলাকায় একের পর এক হামলায় ৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।