ইজরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

২৩ জুন : মধ্য ইজরায়েলের আরেক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রাজধানী তেল আবিব লক্ষ্য করে ছোঁড়া হয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

ইজরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইজরায়েল জানিয়েছে, ইজরায়েলি প্রতিরক্ষাবাহিনী ক্ষেপণাস্ত্রটিকে সফলভাবে প্রতিহতের দাবি করছে।

আইডিএফ জানিয়েছে, মাত্র একটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল ইরান। ইজরায়েলি জরুরি পরিষেবা মেগান ডেভিড আদমের তথ্যমতে, এ হামলায় কেউ হতাহত হয়নি।

হামলার আগে তেল আবিব, পশ্চিম তীরের বসতি এবং ইসরাইলের উত্তরাঞ্চলে সতর্কতা সাইরেন বেজে ওঠে। প্রাণহানি কমাতে এলাকাগুলোর বাসিন্দাকে আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দেয় ইজরায়েলের হোম ফ্রন্ট কমান্ড।

ক্ষেপণাস্ত্রটি প্রতিহতের পর হোম ফ্রন্ট কমান্ড সতর্কতা তুলে নিয়েছে। আশ্রয়কেন্দ্রের সবাই চাইলে বাড়ি ফিরতে পারে বলে জানানো হয়েছে।

এদিকে ইজরায়েলের দক্ষিণাঞ্চলীয় ইয়ালাত বন্দরের দিকে আসা একটি ড্রোন প্রহিতের দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। তবে ড্রোনটি কোথায় থেকে ছোড়া হয়েছিল তা জানা যায়নি।

অন্যদিকে, ইরানের মধ্যাঞ্চলে অ্যাম্বুলেন্সে ইসরাইলের ড্রোন হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে।
খবর : দৈনিক ইনক্লাব পত্রিকা ডিজিটাল।

ইজরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
Spread the News
error: Content is protected !!