সড়ক ও সেতু! সঙ্কটে বরাক, পাঁচগ্রাম-গুয়াহাটি নতুন সড়ক দ্রুত হোক-সময়ের দাবি

বরাক তরঙ্গ, ২৩ জুন, সোমবার,
গ্যামন সেতুর সংস্কার কাজ ও হারাং সেতু ভেঙে পড়ায় রাজধানীসহ বহিঃরাজ্যের সঙ্গে বরাকের সড়ক যোগাযোগ হিসেবে একমাত্র শিলচর-হাফলং জাতীয় সড়ক। তা-ও ওই সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। আবার ভারি বৃষ্টি হলে যাতায়াত অনিশ্চয়তা হয়ে পড়ে। এমন এক অসহায় পরিস্থিতির মধ্যে রয়েছেন বরাকবাসী।

গ্যামন সেতু দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। বাববার যাতায়াত বিঘ্নিত ঘটে। জোড়াতালি দিয়ে সংশ্লিষ্ট বিভাগ দায় সারে। যথাসময়ে কোন পদক্ষেপ নেয়নি। বর্ষা মরসুম ঢুকতেই সেতু সংস্কারের কাজে হাত দেওয়া হয়। যার ফলে চরম দুর্ভোগের মুখে পড়তে হয় বরাকবাসীর। কেননা শুকনো মরসুমে সেতুর কাজ শুরু হলে মানুষ শিলচর-হাফলং সড়ক দিয়ে স্বাভাবিক ভাবে চলাচল করতে পারতেন। বর্তমানের ঝুঁকি সেসময় থাকতো না। সেবিষয়ে বরাকের জনপ্রতিনিধিরা সেমসয় হয়তো গুরুত্ব দেননি।

এক প্রকার বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থায় বাজারে আগুন। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়ছে। তবে সবচেয়ে বেশি সমস্যা দেখা দিয়েছে শাকসবজির ক্ষেত্রে। সম্প্রতি বন্যায় কাছাড় তথা বরাকের সবজি খেত বন্যার জলে নষ্ট করে দেয়। এতে স্থানীয় কৃষকের সবজি বাজারে আর মিলছে না। আবার ত্রিপুরা থেকে যে সবজি আসে, সেই সবজি চাহিদা মেটাতে পারছে না। রাজ্যের বিভিন্ন জেলার ও শিলং এবং পশ্চিমবঙ্গের সবজি আসতে পারছে না এমন যোগাযোগ ব্যবস্থার জন্য। চালকরা ঘুর পথে আসতে চাইলেও পাচ্ছেন না সাহস। রাস্তাগুলোর অবস্থা বেহাল ও সেতুগুলো দুর্বল। কখন কী ঘটবে এমন আশঙ্কা থেকেই যায়। যারদরুন সবজি দাম প্রায় নাগালের বাইরে চলে যাচ্ছে। আর এই সমস্যা থেকে কিছু রেহাই দিতে পারে মঞ্জুর হওয়া পাঁচগ্রাম-গুয়াহাটি নতুন সড়ক। এই সড়কের দ্রুত কাজ শুরু করে বাস্তবরূপ দেওয়া হোক। আর বরাকবাসীর যাতয়াত সমস্যা লাঘব করা হোক– সেটাই সময়ের দাবি।

Author

Spread the News