লেবাননের সীমান্তজুড়ে গোলাবর্ষণ তীব্র ইজরায়েল বাহিনীর

১৭ নভেম্বর : লেবাননের সীমান্তজুড়ে গোলাবর্ষণ তীব্র আকার ধারণ করেছে। বৃহস্পতিবার লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ বলেছে, সীমান্তে ইজরায়েলের ৮টি অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। এ দিকে, ইজরায়েল বলেছে, হিজবুল্লাহর হামলার জবাবে লেবাননে যুদ্ধবিমান থেকে বোমা হামলা ও গোলাবর্ষণ করেছে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইরান-সমর্থিত হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, তারা ইজরায়েলের ভেতরে আটটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এই হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে ইজরায়েলি সামরিক বাহিনী, তাদের ব্যারাক ও অন্যান্য সামরিক চৌকি। লেবাননের একটি নিরাপত্তা সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্তজুড়ে কমপক্ষে এক ডজন গ্রামে ড্রোন হামলাসহ যুদ্ধবিমান থেকে বোমা নিক্ষেপ করেছে ইজরায়েলি বাহিনী।

অপর দিকে ইজরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, লেবাননে হিজবুল্লাহর একটি ঘাঁটিতে যুদ্ধবিমান থেকে গোলাবর্ষণ করা হয়েছে। এই ঘাঁটি থেকে হিজবুল্লাহর সদস্যরা ইজরায়েলি ভূখণ্ডে ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলার

কিছু স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে সৈন্যরা। তবে হিজবুল্লাহর হামলায় ইজরায়েলে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়নি বলে বিবৃতিতে জানানো হয়েছে। লেবাননের নিরাপত্তা সূত্র বলেছে, গত ৭ অক্টোবর হামাসের সঙ্গে ইজরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনীর সঙ্গে গোলা বিনিময় করে আসছে হিজবুল্লাহ। যুদ্ধ শুরুর পর সবচেয়ে সহিংস দিন ছিল বৃহস্পতিবার। তবে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়নি বলে বিবৃতিতে জানানো হয়েছে। লেবাননের নিরাপত্তা সূত্র বলেছে, গত ৭ অক্টোবর হামাসের সঙ্গে ইজরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনীর সঙ্গে গোলা বিনিময় করে আসছে হিজবুল্লাহ। তবে যুদ্ধ শুরুর পর সবচেয়ে সহিংস দিন ছিল বৃহস্পতিবার। খবর : রিডমিক নিউজ।

Author

Spread the News