বহুতল ভবনে ইজরায়েলের হামলা, নিহত ৬৫

৮ সেপ্টেম্বর : ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইজরায়েলের হামলা আরও ভয়াবহ রূপ নিয়েছে। একদিনে কমপক্ষে ৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং গাজা সিটির আরেকটি বহুতল ভবন ধ্বংস করা হয়েছে। এতে হাজারো পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

রবিবার ভোর থেকে শুরু হওয়া হামলায় ইসরায়েল গাজা সিটির কেন্দ্রীয় ও ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে আঘাত হানে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, শুধু গাজা সিটিতেই অন্তত ৫০টি ভবন ধ্বংস হয়েছে। এর মধ্যে ছিল আল-রুয়া টাওয়ার নামের পাঁচতলা একটি ভবন, যেখানে ২৪টি অ্যাপার্টমেন্ট, দোকান, একটি ক্লিনিক ও জিম ছিল। ইজরায়েলি সেনারা দাবি করে, তারা আগে বাসিন্দাদের সরতে বলেছিল, তবে স্থানীয়রা বলছেন, পালানোর মতো কোনও নিরাপদ স্থান নেই।

ফিলিস্তিনি এনজিও নেটওয়ার্কের প্রধান আমজাদ শাওয়া আল জাজিরাকে বলেন, “অবস্থা ভয়ঙ্কর, শত শত পরিবার এক রাতেই সবকিছু হারিয়েছে। ইজরায়েল জোর করে মানুষকে দক্ষিণে সরাতে চাইছে, অথচ দক্ষিণেও নিরাপত্তা নেই।” সিভিল ডিফেন্স নিশ্চিত করেছে, আল-রুয়া টাওয়ারের হামলার পাশাপাশি কেবল ওই দিনেই উত্তর গাজায় অন্তত ৪৯ জন নিহত হয়েছেন।
খবর : দৈনিক ইনক্লাব পত্রিকা ডিজিটাল।

Spread the News
error: Content is protected !!