ওয়েস্ট ব্যাংকে ইজরায়েলি সেনার অভিযান, খতম ১০ হামাস জঙ্গি

৩০ আগস্ট : প্যালেস্তাইনের নয়া এলাকায় হামলা ইজরায়েল সেনার। এক কথায় হামাসকে সমূলে নিধন করার সিদ্ধান্তে অনড় ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেই লক্ষ্যেই গোটা গাজা ভূখণ্ড গুঁড়িয়ে ফেলার পর এবার ওয়েস্ট ব্যাংকে ভয়ংকর অভিযান (West Bank Operation) শুরু করেছে ইজরায়েলি সেনা। খতম করা হচ্ছে শত্রুদের।

বুধবার ইজরায়েলের হানায় ওয়েস্ট ব্যাংকে ১০ হামাস জঙ্গি নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। জেহাদি সন্দেহে ৫ জনকে গ্রেফতার করেছে।

ওয়েস্ট ব্যাংকে ইজরায়েলি সেনার অভিযান, খতম ১০ হামাস জঙ্গি
ওয়েস্ট ব্যাংকে ইজরায়েলি সেনার অভিযান, খতম ১০ হামাস জঙ্গি
Spread the News
error: Content is protected !!