গাজার মধ্যাঞ্চলে আবাসিক এলাকায় ইজরাইলি বাহিনী বিমান হামলা, মৃত্যু ৪০

২৫ ফেব্রুয়ারি : প্যালেস্তাইনের গাজা উপত্যকার মধ্যাঞ্চলে আবাসিক এলাকায় ইজরাইলি বাহিনী বিমান হামলা চালায়। হামলায় অন্তত ৪০ প্যালেস্তাইনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০০ জন।
বৃহস্পতিবার গাজায় হামাস পরিচালিত সরকারের মিডিয়া অফিস এক প্রেস বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, গাজা উপত্যকার মধ্যাঞ্চলে ইজরাইলি বিমান হামলায় কমপক্ষে ৪০ জন নিহত এবং আরও ১০০ জন আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই মহিলা এবং শিশু। এদিকে বেশ কয়েকটি প্যালেস্তাইনি নিরাপত্তা সূত্র সিনহুয়াকে জানিয়েছে, বৃহস্পতিবার ইজরায়েলি বিমান গাজার দেইর এল-বালাহ শহরের বেশ কয়েকটি আবাসিক বাড়িতে কয়েক দফায় হামলা চালায়। হামলায় বাড়িগুলি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

Author

Spread the News