দামেস্কের কাছে ইজরায়েলি বিমান হামলা, নিহত সাত

১১ নভেম্বর : সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইজরায়েলি বিমান হামলায় সাত বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ হামলায় ২০ জন আহত হয়েছে। রবিবার বিকেল এ হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে গোলান মালভূমি থেকে দামেস্কের সায়িদা জয়নাব এলাকার একটি আবাসিক ভবন লক্ষ্য করে ইজরায়েলি বাহিনী বিমান হামলা চালায়। এ হামলায় ব্যক্তিগত মালিকানাধীন ওই ভবনের ব্যাপক ক্ষতি হয়।

ব্রিটেন-ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের আগের প্রতিবেদনে বলা হয়, এই হামলা একটি আবাসিক ভবনের এক ফ্ল্যাটে আঘাত হানে। ভবনটিতে লেবাননের নাগরিক ও হিজবুল্লাহ সদস্যরা বসবাস করছিলেন।

সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে শিয়াদের গুরুত্বপূর্ণ মাজার এলাকা সায়িদা জয়নাব। এর আগেও সেখানে ইজরায়েল হামলা চালিয়েছে।

সম্প্রতি কয়েক বছরে ইজরায়েল সিরিয়ায় একাধিক বিমান হামলা চালিয়েছে। ইরানি সামরিক সম্পদ ও হিজবুল্লাহর কাছে পাঠানোর জন্য প্রস্তুত অস্ত্র ওই হামলার লক্ষ্য ছিল বলে দাবি করে তারা। সূত্র : ইউএনবি ও দৈনিক ইনক্লাব পত্রিকা। ছবি ইন্টারনেট।

দামেস্কের কাছে ইজরায়েলি বিমান হামলা, নিহত সাত

Author

Spread the News