ইজরায়েলে ফতেহ-১ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইরানের

১৮ জুন : ইজরায়েলকে নিশানা করে ফতেহ-১ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, এমনই দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আইআরজিসির এক কর্মকর্তা বলেছেন, তাঁরা বুধবার ভোরে ইজরায়েলের দিকে ‘হাইপারসনিক’ ক্ষেপণাস্ত্র ফতেহ-১ নিক্ষেপ করেছেন।

এদিন ষষ্ঠ দিনে পড়ল ইজরায়েল-ইরান সংঘাত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করেছেন। তারপরই ইরান তেল আভিভে ফতেহ-১ নিক্ষেপ করেছে। ইজরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, বুধবার ভোরে ইরান ইজরায়েলে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার ফলে তেল আভিভে বিস্ফোরণ ঘটেছে। এর পালটা হিসেবে ইজরায়েলি বিমান বাহিনী ইরানের রাজধানীর কাছে হামলা চালায়। ইরানের মিডিয়া তেহরান এবং কারাজেতে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে, উত্তেজনা আরও বাড়ার আশঙ্কায় মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন করেছে।

ইজরায়েলে ফতেহ-১ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইরানের
Spread the News
error: Content is protected !!