হামাসের শীর্ষ নেতা মুহাম্মদ সিনওয়ারকে হত্যা, স্বীকার ইজরায়েলের

২৯ মে : হামাসের শীর্ষ নেতা মুহাম্মদ সিনওয়ারকে হত্যার কথা স্বীকার করে নিল ইজরায়েল। বুধবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) জানিয়েছেন, হামাসের (Hamas) শীর্ষ কমান্ডার এবং নিহত হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই মুহাম্মদ সিনওয়ারকে হত্যা করা হয়েছে। মুহাম্মদ সিনওয়ারের মৃত্যুর পর গাজায় কার্যত নেতৃত্বহীন হয়ে পড়ল হামাস। গত অক্টোবরে ইয়াহিয়া সিনওয়ারকে গাজায় হত্যা করে ইজরায়েলি সেনাবাহিনী। তার মৃত্যুর পর, মুহাম্মদ সিনওয়ারকে প্যালেস্টাইনি জঙ্গি গোষ্ঠীর শীর্ষ পদে উন্নীত করা হয়। এবার ইজরায়েল মুহাম্মদ সিনওয়ারকেও হত্যাকরে কার্যত প্যালেস্টাইনি জঙ্গি গোষ্ঠীর শীর্ষ নেতৃত্বকেই নিকেশ করে দিল।

জানা গেছে, খান ইউনিসের ইউরোপীয় হাসপাতালের মাঠে এক হামলায় মুহাম্মদ সিনওয়ার নিহত হয়েছেন। সেই সময় সংসদ সদস্যদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে বক্তৃতা করছিলেন সিনওয়ার। ওয়াল স্ট্রিট জার্নালের মতে, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (IDF)  খান ইউনিসে ইউরোপীয় হাসপাতালের নিচে গোপন ডেরাকে চিহ্নিত করে হামলা চালায়।  সৌদি চ্যানেল সৌদি চ্যানেল আল-হাদাত অনুসারে, সিনওয়ারের মৃতদেহ সম্প্রতি তার ১০ জন ঘনিষ্ঠ সহযোগীর দেহর সঙ্গে উদ্ধার করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে, হামাসের সামরিক শাখার রাফাহ ব্রিগেডের কমান্ডার মোহাম্মদ শাবানাও এই হামলায় নিহত হয়েছেন বলে প্রমাণ পাওয়া গেছে।

হামাসের শীর্ষ নেতা মুহাম্মদ সিনওয়ারকে হত্যা, স্বীকার ইজরায়েলের
Spread the News
error: Content is protected !!