সৈদপুরে বারিকনগরীর ইসালে সওয়াব মহফিল
বরাক তরঙ্গ, ৯ ফেব্রুয়ারি : বিভিন্ন ধর্মীয় কর্মসূচীর মাধ্যমে শাহসূফি জমির উদ্দিন ও শাহসুফি সইফ উদ্দিন বারিকনগরীর বার্ষিক ইসালে সওয়াব মহফিল অনুষ্ঠিত হয়। রবিবার সৈয়দপুর চতুর্থ খণ্ডে নুরুল উলুম ইসলামিয়া মাদ্রাসার হেড মওলানা মকদ্দস আলির সভাপতিত্ব মহফিলে বরাক উপত্যকা সহ অসমের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত ধর্মপ্রাণ মানুষ ছুটে আসেন।
এদিন সকাল ৮ টায় কোরান খতমের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। তারপর ইসলামি বিষয় ভিত্তিক আলোচনা করেন অতিথিরা। বিকেল ৪টায় তরিকতের খতম, খতমে খাজেগান, মিলাদ, আখেরি মোনাজাত ও শিরণি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

