মাতৃভূমি-র শেষ আটে ইসলামাবাদ ইলেভেন ব্রাদার্স

বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : রবিবার মাতৃভূমি কাপ প্রাইজমানি নক আউট ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠলো ইসলামাবাদ ইলেভেন ব্রাদার্স। স্থানীয় ধলাইর বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে এদিন প্রবল প্রতিদ্বন্দিতামূলক খেলায় প্রতিপক্ষ ডিমা কালারহাওয়র দলকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করেছে ইলেভেন ব্রাদার্স। এদিন খেলার প্রথমার্ধ ছিল গোল শূণ্য। 

টানটান উত্তেজনাপূর্ণ দ্বিতীয়ার্ধের খেলায় দু’টি গোল করে ইসলামাবাদ ইলেভেন ব্রাদার্স। খেলার ৫৫ ও ৬২ মিনিটে ইসলামাবাদ ইলেভেন ব্রাদার্স দলের খেলোয়াড় সানসাঙ্গা ও মাইক নিজের দলের হয়ে গোল করেন। অপরদিকে ডিমা কালারহাওয়র দল কোন গোল করতে পারেনি। এই জয়ের সুবাদে ষষ্ঠ দল হিসাবে মাতৃভূমি কাপের শেষ আটে নিজেদের জায়গা করে নিল ইসলামাবাদ ইলেভেন ব্রাদার্স।

এদিনের খেলা পরিচালনা করেন শামিম আহমেদ বড়ভূইয়া, কমরুজ্জামান লস্কর ও প্রবীন বর্মন। চতুর্থ রেফারি ছিলেন এলমিন খাসিয়া। এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইলেভেন ব্রাদার্স দলের খেলোয়াড় সানসাঙ্গা। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন প্রাক্তন ফুটবলার শিশির কুমার বর্মণ। সোমবার এসপিএম আর্জানপুরের মুখোমুখি হবে এ আর ভাগা দল।

মাতৃভূমি-র শেষ আটে ইসলামাবাদ ইলেভেন ব্রাদার্স
মাতৃভূমি-র শেষ আটে ইসলামাবাদ ইলেভেন ব্রাদার্স
মাতৃভূমি-র শেষ আটে ইসলামাবাদ ইলেভেন ব্রাদার্স
Spread the News
error: Content is protected !!