দুই দফায় ছোঁড়া শতাধিক ব্যালিস্টিক মিসাইলে ইরানের পাল্টা জবাব

১৪ জুন : রাজধানীর তেহরানসহ বিভিন্ন শহরে ইজরায়েলের চালানো ভয়াবহ হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরান। ইতিমধ্যে ইসরাইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে ১০০টির বেশি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) শুক্রবার (১৩ জুন) রাতে এ হামলা চালানোর কথা জানিয়েছে।

এক বিবৃতিতে তারা বলেছে, ‘ট্রু প্রমিস ৩’ নামের এ অভিযান শুরু হয়েছে। ইসরায়েলের তেল আবিব মহানগর এলাকায় রকেট হামলায় অন্তত ৪১জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় অ্যাম্বুলেন্স সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম।

আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। মাগেন ডেভিড অ্যাডম-এর এক মুখপাত্র জানিয়েছেন, ‘এই মুহূর্ত পর্যন্ত তেল আবিব এলাকায় হামলার খবর পাওয়া সাতটি স্থানে আমাদের দল পাঠানো হয়েছে উদ্ধার কাজের জন্য।’

ইরানের ছোড়া অল্প কিছু মিসাইল ইসরায়েলে আঘাত হেনেছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

সিএনএনের খবরে বলা হয়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন এক ভিডিও বার্তায় বলেন, কিছু আঘাত হয়েছে, তবে বেশিরভাগই প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, রাতে আরও হামলা হতে পারে, তাই সাধারণ মানুষকে আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকতে অনুরোধ করা হচ্ছে।
খবর : দৈনিক ইনক্লাব পত্রিকা ডিজিটাল।

দুই দফায় ছোঁড়া শতাধিক ব্যালিস্টিক মিসাইলে ইরানের পাল্টা জবাব
Spread the News
error: Content is protected !!