প্রতিরক্ষামূলক টানেল নেটওয়ার্ক নির্মাণ করবে ইরান
১৪ নভেম্বর : এবার ইরানের রাজধানী তেহরানে নির্মাণ করা হবে প্রতিরক্ষামূলক টানেল নেটওয়ার্ক।এমনটাই জানিয়েছেন তেহরানের সিটি কাউন্সিলের পরিবহণ বিষয়ক বিভাগের প্রধান।ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে রয়টার্স বলছে,ইসরায়েলি আক্রমণ থেকে রক্ষা পেতেই এই টানেল নেটওয়ার্ক নির্মাণ করা হচ্ছে।
তাসনিম নিউজকে তেহরান সিটি কাউন্সিলের পরিবহন শাখার প্রধান বলেছেন, ‘দেশের ইতিহাসে প্রথমবারের মতো, তেহরানে প্রতিরক্ষামূলক সুবিধাসহ একটি টানেল (নেটওয়ার্ক) তৈরি করা হচ্ছে।ইরানের শীর্ষ নেতৃত্বদের সুরক্ষার জন্যই এই টানেল নেটওয়ার্ক নির্মাণ।’
তিনি জানিয়েছেন,এই টানেলের একপ্রান্ত থাকবে সিটি সেন্টারের মেট্রো স্টেশনের কাছে এবং অপর প্রান্ত যুক্ত থাকবে ইমাম খোমেনি হাসপাতালে।তেহরানে টানেল নেটওয়ার্ক নির্মাণের এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন এক মাসেরও কম সময় আগে ইসরায়েল শহরটিতে হামলা চালিয়েছিল।এর আগে গত ২৬ অক্টোবর সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ইরানে হামলা চালায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইডিএফ বলেছে,ইসরাইলে ইরানের কয়েক মাসের ক্রমাগত হামলার প্রতিক্রিয়া হিসাবে এই হামলা চালানো হয়েছে।চলতি বছরের এপ্রিলে সিরিয়ায় ইরানের দূতাবাসে ইসরাইলি হামলায় দেশটির বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কমান্ডার নিহত হন। জবাবে তেহরান ইসরাইলে ৩ শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায়। এরপর ইসরায়েলও আবারও হামলা চালায় ইরানে।