ফের হামলা হলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৫ এপ্রিল : মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঝাঁঝ আরও বাড়ছে। রবিবার সকালে ইরান ইজরালেয়ের ওপর হামলা চালায়। প্রায় ২০০টি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলার পরেই হাত গুটিয়ে বসে থাকতে নারাজ ইরান। ইরানের সেনা বাহিনী রবিবার বলেছে, ইরানের গামেস্ক কনস্যুলেটে মারাত্মক হামলার প্রতিশোধ হিসেবে ইজরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালান হয়েছে।

ইরান নিজেদের উদ্দেশ্যে সফল হয়েছে। তবে এরপরই যদি হামলা হয় তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

ইরানের সশস্ত্র বাাহিনীর প্রধান স্টাফ মহম্মদ বাঘেরি রাষ্ট্রীয় টিভিকে একটি সাক্ষাৎকার দেওয়ার সময় বলেছেন, ‘অপারেশন সৎ প্রতিশ্রুতি … গত রাত থেকে আজ সকাল পর্যন্ত সফল ভাবে সম্পন্ন হয়েছে। এর সব লক্ষ্য অর্জন করেছে।’

তিনি আরও বলেছেন, এই আপারেশন শুরু করার কারণ ছিল যে ইহুদিবাদী শাসক ইরানের রেড লাইন অতিক্রম করেছে। তিনি আরও বলেছেন, তাদের অপারেশন সম্পূর্ণ হয়েছে। অভিযান আর চালিয়ে নিয়ে যাওয়ার কোনও ইচ্ছে তাদের নেই। তবে যদি ইহুদিবাদী সরকার প্রতিবাগে কোনও পদক্ষেপ করে তাহলে তার পাল্টা জবাব দেওয়া হবে।

Author

Spread the News