শুক্রবার থেকে শুরু আইপিএল
২১ মার্চ : ২২ মার্চ শুক্রবার থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২৪। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭ তম মরশুমকে ঘিরে ক্রিকেট জ্বর কাবু করছে ক্রীড়া প্রেমিদের। নতুন মরশুমের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে এমএস ধোনির চেন্নাই সুপার কিংস ও ফাফ ডুপ্লেসি-বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে ম্যাচ শুরুর আগে থাকছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।
এবার আইপিএলের প্রথম ম্যাচ আয়োজিত হবে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে। প্রতি বছরের মত এবারও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিসিসিআইয়ের তরফে। আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে শিল্পীদের তালিকা প্রকাশ করা হয়েছে। পারফর্ম করবেন বলিউডের দুই সুপারস্টার অক্ষয় কুমার ও টাইগার স্রফ। এছাড়াও থাকছেন, কিংবদন্তি অস্কার পুরস্কার বিজয়ী সুরকার এ আর রহমান এবং জাতীয় পুরস্কার বিজয়ী গায়ক সোনু নিগম।