নিয়োগ পরীক্ষা : সকাল দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বন্ধ ইন্টারনেট
বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : বিভিন্ন সরকারি বিভাগে তৃতীয় শ্রেণীর পদে নিযুক্তির জন্য রবিবার রাজ্যের ২৮টি জেলার ২৩০৫টি কেন্দ্রে পরীক্ষা আয়োজন করা হয়েছে। পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে এদিন সকাল দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত গোটা রাজ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শনিবার রাজ্য সরকারের গৃহমন্ত্রকের তরফে এব্যাপারে একটি নোটিশ জারি করা হয়েছে। রাজ্য পুলিশের প্রধান জ্ঞানেন্দ্র প্রতাপ সিং জানিয়েছেন, সরকারি পরীক্ষায় স্বচ্ছতা নিয়ে যাতে জনমনে কোনও প্রশ্ন দেখা না দেয়, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।