সরকারি স্কুলে মাধ্যমিক পর্যায়ে ইন্টারনেট, আইআইটি-র আসন বাড়বে
১ ফেব্রুয়ারি : বাজেট বক্তৃতায় শিক্ষাক্ষেত্রে একাধিক সুবিধার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই ঘোষণায় দেশের সব সরকারি স্কুলে মাধ্যমিক পর্যায়ে ইন্টারনেট ব্যবস্থা চালুর কথা যেমন বলা হয়েছে, তেমনই দেশের ৫টি আইআইটি-তে অতিরিক্ত ৬,৫০০ আসন তৈরি এবং আইআইটি পাটনা সম্প্রসারণেরও উল্লেখ রয়েছে।
শনিবার বাজেট ভাষণে নির্মলা সীতারমন বলেছেন, “গত ১০ বছরে ২৩টি আইআইটিতে মোট শিক্ষার্থীর সংখ্যা ৬৫,০০০ থেকে ১০০ শতাংশ বৃদ্ধি পেয়ে ১.৩৫ লক্ষে দাঁড়িয়েছে। ২০১৪ সালের পর শুরু হওয়া ৫টি আইআইটিতে অতিরিক্ত পরিকাঠামো তৈরি করা হবে, যাতে আরও ৬,৫০০ শিক্ষার্থীর শিক্ষার সুবিধা হয়।” আইআইটি, পাটনায় হোস্টেল এবং অন্যান্য পরিকাঠামোগত সক্ষমতাও বাড়ানো হবে।
সীতারমনের ঘোষণা, গ্রামীণ এলাকার সমস্ত সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলিতে ব্রডব্যান্ড সংযোগ প্রদান করা হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা, সরকার স্কুল এবং উচ্চশিক্ষার জন্য ভারতীয় ভাষার বইয়ের ডিজিটাল রূপ প্রদানের জন্য ‘ভারতীয় ভাষা পুস্তক’ প্রকল্প চালু করা হবে।