ইন্টার পোলিং হাফলং কনস্টিটিউয়েন্সি ফুটবলে চ্যাম্পিয়ন হংভেঙ
শামিম বড়ভূইয়া, হাফলং।
বরাক তরঙ্গ, ৬ অক্টোবর : ডিমা হাসাও স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজিত ইন্টার পোলিং হাফলং কনস্টিটিউয়েন্সি নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল হংভেঙ কনস্টিটিউয়েন্সি। সোমবার এনএল স্পোর্টস কমপ্লেক্সে ফাইনাল ম্যাচে ৫-০ গোলে তপাডিসা কনস্টিটিউয়েন্সিকে হারিয়ে শিরোপা অর্জন করে হংভেঙ। ম্যাচে হ্যাটট্রিক সহ চারটি গোল করেন লালমিংগুলু। খেলার ৩৮, ৩৯, ৮৫ ও ৯০ মিনিটে গোল করেন। শুরুতে অর্থাৎ ১৪ মিনিটে গোল করেন ইমানুয়েল। ম্যাচ দুই দলের হাতে পুরস্কার তুলে দেন সিইএম দেবোলাল গার্লোসা।
খেলা পরিচালনা করেন শামিম আহমেদ বড়ভূইয়া, শঙ্কর ভট্টাচার্য, বাবুল মোড়া ও অ্যালড্রিন নুনিসা। প্রথমবারের এই টুর্নামেন্টের আয়োজন করে ডিমা হাসাও স্পোর্টস অ্যাসোসিয়েশন।