কাছাড় হিন্দু মিলন মন্দিরের ধর্মসভায় অনুপ্রেরণামূলক বক্তব্য স্বামী প্রদীপ্তানন্দজির

সুবর্ণজয়ন্তী উদযাপন____

বরাক তরঙ্গ, ৯ ফেব্রুয়ারি : ভারত সেবাশ্রম সংঘ অনুমোদিত কাছাড় হিন্দু মিলন মন্দিরের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী শিলচরের ন্যাশনাল হাইওয়ের সংলগ্ন এএসটিসি ময়দানে  আয়োজন করা হয়। রবিবার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে হিন্দু ধর্ম শিক্ষা ও সংস্কৃতি সম্মেলনে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের বিশিষ্ট সন্ন্যাসী পদ্মশ্রী প্রাপ্ত ও খ্যাতনামা বক্তা স্বামী প্রদীপ্তানন্দজু মহারাজ। তিনি অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। নৈতিক অবক্ষয়ের এই সঙ্কটময় সময়ে তাঁর বাণী হিন্দু জাগরণের এক শক্তিশালী মন্ত্র হিসেবে উপস্থিত সকলকে উদ্বুদ্ধ করে।

এদিন প্রদীপ প্রজ্জ্বলন ও সংবর্ধনার মাধ্যমে ধর্মসভার সূচনা হয়। অন্যান্য মহারাজদের মধ্যে ছিলেন স্বামী সংযুক্তানন্দজি, স্বামী সাধনানন্দজি, গুণসিন্ধুজি, বিধায়ক দীপায়ন চক্রবর্তী প্রমুখ।

কাছাড় হিন্দু মিলন মন্দিরের ধর্মসভায় অনুপ্রেরণামূলক বক্তব্য স্বামী প্রদীপ্তানন্দজির
কাছাড় হিন্দু মিলন মন্দিরের ধর্মসভায় অনুপ্রেরণামূলক বক্তব্য স্বামী প্রদীপ্তানন্দজির

Author

Spread the News