রাহুল গান্ধীর কথায় অনুপ্রাণিত হয়ে পাইকানে দখলদাররা সহিংস পন্থায় লিপ্ত হয়েছে : মুখ্যমন্ত্রী

বরাক তরঙ্গ, ১৭ জুলাই : গোয়ালপাড়া পাইকানের ঘটনা নিয়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী দাবি করেছেন, রাহুল গান্ধীর কথায় অনুপ্রাণিত হয়ে পাইকানে আজ দখলদাররা সহিংস পন্থায় লিপ্ত হয়েছে। মুখ্যমন্ত্রী এই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, “রাহুল গান্ধী গতকাল অসমে এসে প্রকাশ্যে দখলদারদের বনভূমি দখল করতে উৎসাহিত করেছেন। তাঁর অযৌক্তিক কথাবার্তায় অনুপ্রাণিত হয়ে, কিছু ব্যক্তি আজ পাইকান সংরক্ষিত বনাঞ্চলে জোরপূর্বক দখল করার চেষ্টা করতে গিয়ে সহিংস পদ্ধতির আশ্রয় নেয় এবং আমাদের পুলিশ ও বনকর্মীদের ওপর হামলা চালায়।”

আজ, এই ঘটনার মধ্যে, ২১ জন সাহসী পুলিশ কর্মকর্তা এবং বন রক্ষক ডিউটির সময় গুরুতর আহত হয়েছেন। এ বিষয়ে, মুখ্যমন্ত্রী শর্মা বলেছেন, “বিকল্প ব্যবস্থা না থাকায়, পুলিশকে শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য গুলি চালাতে বাধ্য হতে হয়েছে, যা দুঃখজনকভাবে এক দখলকারীর মৃত্যুর কারণ হয়েছে।”

মুখ্যমন্ত্রী বলেন, “এটি রাহুল গান্ধীর এক দিনের অসম সফরের বিধ্বংসী পরিণতি। তাঁর অদক্ষ মন্তব্য সরাসরি আমাদের রাজ্যের সামাজিক কাঠামোকে বিঘ্নিত করেছে এবং শান্তি বিঘ্নিত করেছে। অসমের মানুষ কখনোই এই বিশ্বাসঘাতকতা ভুলবে বা ক্ষমা করবে না।”

Spread the News
error: Content is protected !!