ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ জওয়ানদের বাস সিন্ধু নদীতে, চলছে উদ্ধার
৩০ জুলাই : জম্মু ও কাশ্মীরের গান্দেরবাল জেলায় একটি মর্মান্তিক দুর্ঘটনায় ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (ITBP) জওয়ানদের একটি বাস সিন্ধু নদীতে পড়ে গেছে। ভারী বৃষ্টির মধ্যে বুধবার সকালে কুল্লান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, বাসটি কুল্লান ব্রিজ থেকে নদীতে পড়ে যায়, এখনও পর্যন্ত কোনও জওয়ান বা অন্য কারও হদিস পাওয়া যায়নি। উদ্ধার কাজ জোরকদমে চলছে।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (SDRF) গান্দেরবাল এবং SDRF সাব কম্পোনেন্ট গুন্ডের একটি যৌথ দল উদ্ধার কাজ শুরু করেছে। পুলিশ, সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে হাত লাগিয়েছেন। তবে ভারী বৃষ্টি এবং নদীর প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজে বাধার সম্মুখীন হচ্ছেন তারা। এখনও কোনও হতাহতের খবর নিশ্চিত করা যায়নি, তবে স্থানীয়রা এবং প্রশাসন আশঙ্কা করছে যে পরিস্থিতি গুরুতর হতে পারে।
গান্দেরবালের পুলিশ সুপার জানিয়েছেন, “আমরা আমাদের পুরো শক্তি দিয়ে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি। সিন্ধু নদীর স্রোত বেশি থাকায় কাজ কঠিন হচ্ছে, তবে আমরা জওয়ানদের খুঁজে পাওয়ার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছি।”