বেঙ্গালুরু-শিলচর বিমান পরিষেবা চালু করছে ইন্ডিগো

পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ১৭ অক্টোবর : আগামী ২৮ অক্টোবর থেকে বেঙ্গালুরু এবং শিলচরের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু হবে। ইন্ডিগো বিমান সংস্থা এবং সপ্তাহে দু’দিন মঙ্গল ও শুক্রবার আগরতলা হয়ে এই পরিষেবা চালু করবে। এই দুদিন সকাল ১০ টা ৫ মিনিটে বিমানটি বেঙ্গালুরু থেকে ছেড়ে বিমানটি  দুপুর ১২ টা ৫৫ মিনিটে আগরতলা পৌঁছাবে এবং সেখান থেকে ১ টা ৪০ মিনিটে ছেড়ে বিকেল ২টা ১৫ মিনিটের সময় শিলচর পৌঁছাবে।

শিলচর থেকে বিমানটি দুপুর ২ টা ৪৫ মিনিটে ছেড়ে ৩ টা৪০ মিনিটে আগরতলা পৌঁছাবে এবং সেখান থেকে বিকেল ৪টা ৪৫ মিনিটের সময় ছেড়ে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে বেঙ্গালুরু পৌঁছাবে।

উল্লেখ্য, গত আগস্ট মাসে ড. শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতি স্বার্থ সুরক্ষা পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক হারাণ দে কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রী রামমোহন কে নাইডুর সঙ্গে নয়াদিল্লিতে দেখা করে একটি চিঠি দিয়েছিলেন। চিঠিতে বলেছিলেন দক্ষিণ অসম এবং উত্তর ত্রিপুরার অনেক ছাত্র এবং চাকরিজীবী বেঙ্গালুরুতে বসবাস  করে থাকেন তাই শিলচর থেকে বেঙ্গালুরুতে সরাসরি বিমান পরিষেবা শুরু করা প্রয়োজন।এই সরাসরি বিমান সেবা চালু করার সিদ্ধান্ত নেওয়ার জন্য হারাণ দে কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু এবং ইন্ডিগো বিমান সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন।

Spread the News
error: Content is protected !!