মাতৃভূমি কাপের ফাইনালে ইন্ডিয়ান এফসি
সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সংবর্ধনা মাতৃভূমি সংস্থার
কে দাশ, ধলাই।
বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : খেতাব দখলে মাত্র এক কদম দূরে ইন্ডিয়ান এফসি। মঙ্গলবার প্রথম দল হিসেবে মাতৃভূমি কাপ ফুটবলের মেগা ফাইনালে উঠল ইন্ডিয়ান এফসি। ধলাইর বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমি-র উদ্যোগে স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমূখী বিদ্যালয়ের খেলার মাঠে এদিন প্রতিপক্ষ ব্রাইট স্টার এফসি-কে ২-১ গোলের ব্যবধানে পরাস্ত করে ২০২৫ সালের মাতৃভূমি কাপ ফুটবলের ফাইনালে চলে যায় ইন্ডিয়ান এফসি।
এদিন গোটা মাঠ ছিল দর্শকে পরিপূর্ণ, মাঠে ছিল না তিল ধারণের জায়গা। এদিন প্রথমার্ধের খেলায় ২-১ গোলের লিড পায় ইন্ডিয়ান এফসি। খেলার ৮ মিনিটের মাথায় ডি বক্সের সামনে পেনাল্টি পেয়ে যায় ব্রাইট স্টার ক্লাব, সেখান থেকে গোল করেন চুঙ্গা এবং এগিয়ে যায় ব্রাইট স্টার। কিন্তু খেলার ২৫ মিনিটে ইন্ডিয়ান এফসি-কে সমতায় ফেরান বিয়াক্কিমা এবং ৩০ মিনিটে ডেভিড অসাধারণ গোল করে ইন্ডিয়ান এফসি-কে প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে রাখেন।

টানটান উত্তেজনা, আক্রমণ ও প্রত্যাক্ষমণে বেশ জমে উঠে দ্বিতীয়ার্ধের ম্যাচ। দু’দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও কোন দলই গোল করতে সক্ষম হয়নি। ইন্ডিয়ান এফসি ডিফেন্সিব খেলতে শুরু করে। এরমধ্যে বেশ কয়েকটি সুযোগ পেলেও ব্যর্থ করে দেন ইন্ডিয়ান এফসির গোল কিপার। শেষমেশ ২-১ গোলে বাজিমাত করে ইন্ডিয়ান এফসি। এবং প্রথম দল হিসেবে চলে যায় বহু কাঙ্খিত মাতৃভূমি কাপের ফাইনালে। এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইন্ডিয়ান এফসি-র খেলোয়াড় বিয়াক্কিমা। তাঁর হাতে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি সমাজসেবী বিশ্বজিৎ দাস, বিশ্বজিৎ দেবরায়, কৃষ্ণজীবন দেবনাথ ও বিভাষরঞ্জন দেব। এদিন খেলা পরিচালনা করেন আব্দুল মজিদ চৌধুরী, শামিম আহমেদ বড়ভূইয়া, কমরুজ্জামান লস্কর ও প্রবীণ বর্মণ।
উল্লেখ্য, এদিন আয়োজক সংস্থার পক্ষ থেকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সংবর্ধণা জানানো হয়। আয়োজক সংস্থার সভাপতি সীতাংশু দাস জানান মাতৃভূমি-র কাপ ফুটবল ২০২৫ এর শুভারম্ভ থেকে শুরু করে আজ অবধি বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মকর্তা বন্ধুরা উক্ত টুর্নামেন্টকে সম্প্রচারের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে যে অসামান্য অবদান রেখে চলেছেন তারজন্য আমরা কৃতজ্ঞতা স্বরূপ এই সম্মাননা তুলে দেই। তিনি বলেন। আমরা সংবাদ মাধ্যমের নিকট কৃতজ্ঞ এবং তাদের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। তিনি আরও জানান আগামী ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার টিএইচবি আর্জানপুর ও লোকনাথপুর ইয়ংস্টার দলের মধ্যে অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল । এদিন বেলা ২ টায় স্পন্সরদের সংবর্ধিত করবে মাতৃভূমি সামাজিক সংস্থা । টুর্নামেন্টের মেগা ফাইনাল আগামী ৭ সেপ্টেম্বর রবিবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মাতৃভূমি-র সভাপতি সীতাংশু দাস। উল্লেখ্য এদিনের সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজকর্মী কমলেশ দাশ।