টসে হারাল ভারত, আগে বোলিং করবে শ্রীলঙ্কা

২ নভেম্বর : বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিরুদ্ধে টসে জিতে বোলিং করবে শ্রীলঙ্কা। সাতে সাতের লক্ষ্যে আজ, বৃহস্পতিবার ওয়াংখেড়েতে খেলতে নামেন রোহিত শর্মারা। খেলায় মধূশঙ্কার দ্বিতীয় বলে আউট হয়ে যান রোহিত শর্মা। প্রতিবেদন লেখার সময় ৫ ওভার তিন বলে এক উইকেটে ২৯ রান ভারতের। পিচে বিরাট কোহলি ও শুভান গিল।

শ্রীলঙ্কাকে হারিয়ে আজই বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে বদ্ধপরিকর নীল শিবির। অন্যদিকে টুর্নামেন্টের শেষ চারে পৌঁছতে আজকের ম্যাচ কুশল মেন্ডিসদের কাছে মরন-বাঁচনের। শেষ হাসি কোন দল হাসে, সেটাই দেখার।

Author

Spread the News