ভারত-আফগানিস্তান সম্পর্কে নতুন মাত্রা, দিল্লি এলেন তালিবানের বিদেশমন্ত্রী
৯ অক্টোবর : আফগানিস্তানে তালিবান সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম সে দেশের কোনও মন্ত্রী ভারতে এলেন। তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি-র এই সফর কূটনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আশরাফ গনি সরকারের পতনের প্রায় চার বছর পর ভারত এবং কাবুলের তালিবান প্রশাসনের মধ্যে এই যোগাযোগকে সম্পর্কের সবচেয়ে বড় মোড় হিসেবে বিবেচনা করা হচ্ছে।
মুত্তাকির এই নয়াদিল্লি সফর গত মাসেই হওয়ার কথা ছিল, কিন্তু জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (UNSC) চাপানো ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে তা বাতিল হয়। অবশেষে, ৩০ সেপ্টেম্বর UNSC কমিটি মুত্তাকিকে একটি অস্থায়ী ছাড় (waiver) দেওয়ায় তাঁর ভারত সফরের পথ প্রশস্ত হয়। জানা গিয়েছে, ৯ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত তিনি ভারতে অবস্থান করবেন।
উল্লেখ্য, UNSC সকল গুরুত্বপূর্ণ তালিবান নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে এবং বিদেশ ভ্রমণের জন্য তাঁদের এই ধরনের বিশেষ ছাড় নিতে হয়। মুত্তাকির এই সফর কাবুলের তালিবান শাসনের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।