ভারত যুদ্ধ দেয়নি, বুদ্ধ দিয়েছে অস্টিয়ায় মোদি
মোদিতে মুগ্ধ নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী,
১১ জুলাই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলে মুগ্ধ হলেন নোবেলজয়ী অস্ট্রিয়ার বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অ্যান্টন জেলিঙ্গার। বলেন, ‘আমার মতে, প্রধানমন্ত্রী মোদি একজন আধ্যাত্মিক ব্যক্তি। বর্তমান সময়ে অনেক রাষ্ট্রনেতার মধ্যে এই গুণ প্রয়োজন। খুব ভাল আলোচনা হয়েছে আমাদের মধ্যে। আমরা আধ্যাত্মিক বিষয়, কোয়ান্টম টেকনোলজি, কোয়ান্টম ফিজিক্স নিয়ে আলোচনা করেছি।’ জেলেঙ্গারের সঙ্গে কথা বলে মুগ্ধ হয়েছে মোদিও।
বুধবার অস্ট্রিয়ার মাটিতে দাঁড়িয়ে ভারতের সঙ্গে সেই দেশের ঐতিহাসিক সম্পর্ক নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বললেন, ‘ভারতের মতো অস্ট্রিয়ার ইতিহাস ও সংস্কৃতিও খুব পুরনো ও বিরাট। আমাদের একে অপরের সম্পর্কও ঐতিহাসিক। তাতে দুই দেশই উপকৃত হয়েছে। এই উন্নতি সংস্কৃতি ও শিল্প ক্ষেত্রে হয়েছে। আমরা গর্বের সঙ্গে বলতে পারি ভারত যুদ্ধ দেয়নি, বুদ্ধ দিয়েছে। ভারত তাদের শান্তি ও সমৃদ্ধির ভূমিকাকেই আরও মজবুত করবে।’